লালমনিরহাটে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ ০৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার (১৬ মার্চ) রাতে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের টিকটিকি (সাকোয়ার বাজার) এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ঢাকার ধামরাই বাংগালা এলাকার নওশের আলির ছেলে জুয়েল (২৯), মানিকগঞ্জ এলাকার লিটন হাওলাদার (২৭) ও আসলাম মিয়া (৩০)।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী সোমবার(১৭মার্চ )রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (১৬ মার্চ) রাতে সাকোয়ার বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসের ভেতর থেকে জুয়েল, লিটন ও আসলাম নামে ওই তিন যুবককে আটক করা হয়। পরে তল্লাশি করে জুয়েলের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি এবং গাড়িতে থাকা একটি বস্তা থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, তাদের জিজ্ঞাসা করলে বিদেশি অস্ত্র ও গুলির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। পরে অস্ত্র ও মাদক আইনে তাদের নামে পৃথক দুটি মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
আরও জানান, গোপনীয়তা রক্ষার্থে এবং বিষয়টি তদন্তে আরও কিছু তথ্যের প্রয়োজন হওয়ায় সাংবাদিকদের দেরিতে জানানো হয়েছে।