রাজশাহীর পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২০ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
এরা হলো, মঙ্গলপাড়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে হামিদা খাতুন (৮) এবং একই গ্রামের সোলেমান আলীর মেয়ে সাইফা খাতুন (৭)।
স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন জানান, দুপুরে বাড়ির উঠানে লুকোচুরি খেলছিল শিশু হামিদা ও সাইফা। খেলতে খেলতে তারা পাশের বাড়িতে যায়। ঐ বাড়ির একটি ফ্রিজের আড়ালে গিয়ে লুকানোর সময় তারা দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তিনি আরও জানান, ফ্রিজটি আগে থেকেই আর্থিং হয়ে ছিল। শিশু দুটি বুঝতে না পেরে সেখানে লুকানোর সাথে সাথে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা খোঁজ করতে গিয়ে ফ্রিজের পাশে তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
এদিকে দুই শিশু মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গ্রামে শোকের ছায়া নেমে আসে। শিশু দু’টির মরদেহ একনজর দেখতে পুরো গ্রামের মানুষ তাদের বাড়িতে ভিড় জমায়।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে তিনি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।