অনলাইন সংবাদ-
ময়মনসিংহের তারাকান্দায় বিভিন্ন মামলার ৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে। দিবাগত রাত্রে আসামীদের এসআই শামীমের নেতৃত্বে এএসআই নজরুল, এএসআই আরমান, এএসআই সাইফুল ও এএসআই রেজাউলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন জায়গা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন উপজেলার কয়ড়াকান্দা গ্রামের মৃত ধীরেন্দ্র চন্দ্র শীলের পুত্র শ্রী বাদল চন্দ্র শীল ও বাদল চন্দ্র শীলের দুই পুত্র শ্রী বিমল চন্দ্র শীল (৩২) ও শ্রী সঞ্চয় চন্দ্র শীল (৩৫)। এছাড়া ঢাকিরকান্দা গ্রামের ৪ জন যথাক্রমে ইমাম আলীর পুত্র আমির হামজা ও আবু বকর। আর আমির হামজার পুত্র মোঃ মোখলেছ (৪০) ও আবু বকরের পুত্র মোঃ সুমন মিয়া (৩২)।
এ ব্যাপারে জানতে চাইলে তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী বলেন, আসামীদেরকে আজ বৃহস্পতিবার ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।