সাভার জাতীয় স্মৃতিসৌধে আত্মপ্রকাশের পর প্রথম কর্মসূচি হিসেবে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে তারা এক মিনিট নিরবতা পালন করেন।
আজ শনিবার (২৪ মে) সকাল ৯টায় সাভার জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে ফুল দিয়ে তারা এই শ্রদ্ধা জ্ঞাপন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তি অন্যান্য রাজনৈতিক দলের যুব সংগঠনের মতো হবে না। অন্যান্য রাজনৈতিক দলগুলো যুব সংগঠনকে ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করে দাবি করে তিনি বলেন, জাতীয় যুবশক্তি এসব থেকে বেড়িয়ে এসে ভিন্নধর্মী একটা অবস্থান গ্রহণ করেছে।
তরিকুল ইসলাম আরও বলেন, যেকোনো ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ সামাজিক যে অপকর্ম রয়েছে জাতীয় যুবশক্তি সেগুলোর বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থানে থাকবে।
শ্রদ্ধা নিবেদনের সময় জাতীয় যুবশক্তি শক্তির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।