ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে একটি কবরস্থান থেকে ৪টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। কঙ্কালগুলো একই পরিবারের সদস্যদের বলে জানা গেছে।
গত রোববার (২৫ মে) রাতের কোনো একসময় উপজেলার বাচোর ইউনিয়নের মীরডাঙ্গী মহেষপুর কবরস্থানে এ চুরির ঘটনা ঘটে। সোমবার (২৬ মে) বিকেলে বিষয়টি জানাজানি হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতের কোনো এক সময় ওই কবরস্থান থেকে একই পরিবারের ৪ জনের কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সোমবার বিকেলে স্থানীয় লোকজন কবরস্থানে গরু-ছাগল চরাতে গেলে ৪টি কবরের মাটি খোঁড়া ও এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে তাদের পরিবারের লোকদের খবর দিলে তারা এসে দেখেন কবর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে।
টেকিয়া মহেশপুর গ্রামের বাসিন্দা জবিবর রহমান বলেন, কঙ্কালগুলো আমার চাচা আমিরুল ইসলাম, স্ত্রী রাবেয়া বেগম, চাচি জরিফা বেগম ও আমার চাচির শাশুড়ি নসিরন বেওয়ার। তাদের গত দুই বছরের মধ্যে টেকিয়া মহেশপুর কবরস্থানে দাফন করা হয়েছে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল জানান, বিষয়টি জানার পর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।