স্টাফ রিপোর্টার :
শ্রমিকদের সঠিক মজুরি, ৮ ঘন্টা কাজের সময়সীমা নির্ধারণ ও শ্রম আইন বাস্তবায়ন সহ আরো বিভিন্ন দাবিতে বুধবার ময়মনসিংহে পালিত হচ্ছে মহান মে দিবস।
দিবসটি পালনে ট্রেড ইউনিয়ন কেন্দ্রসহ বিভিন্ন শ্রমিক সংগঠন শহরের বিভিন্ন স্থানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করছে। সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিভিন্ন শ্রমিক, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা ঢাক-ঢোল-পিটিয়ে উৎসব আমেজে শহরের মালগুদাম চত্বরে জড়ো হন। সংগঠনের পক্ষ থেকে শোভাযাত্রা, পথসভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
সকাল ১০ টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের টাউন হল মোড় এলাকা থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী। বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরাও অংশ নেন র্যালিতে। এ সময় তাদের হাতে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের নানা শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। পরে বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমী’র সামনে গিয়ে শেষ হয়।
ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় শ্রমিক লীগের উদ্যোগে দুপুর ১২ টার দিকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। এ র্যালি শহরের পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বাসস্ট্যান্ড মোড়ে গিয়ে শেষ হয়।
এতে নেতৃত্ব দেন ভালূকা উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা ও পৌর মেয়র ডা: মেজবাহ উদ্দিন। এ সময় আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি জিয়াউদ্দিন বাশার, যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম, সদস্য সচিব ইব্রহিম খলিল প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন শ্রমিক, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।