মাটি ও মানুষ ডেস্ক-
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারত দলের দায়িত্ব ছাড়ছেন রাহুল দ্রাবিড়। তার জায়গা কে নিবেন সে নিয়ে চলছে জল্পনা-কল্পনা। ইতোমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড কোচ নিয়োগের বিজ্ঞাপনও দিয়েছে।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছে গৌতম গম্ভীর।তবে এর মধ্যে উঠে এল রিকি পন্টিংয়ের নাম। ভারতীয় ক্রিকেট বোর্ড নাকি সাবেক এই অজি অধিনায়ককে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল।এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের কোচের দায়িত্বে ছিলেন পন্টিং। কোচ হওয়ার প্রস্তাব পাওয়ার ব্যাপারে পন্টিং বলেছেন,’এই ব্যাপারে অনেক প্রতিবেদন দেখেছি।
সাধারণত আপনি জানার আগেও সামাজিক মাধ্যমে এসব ছড়িয়ে যায়। আইপিএল চলাকালীন মুখোমুখি সাক্ষাতে এটা নিয়ে অল্প কথা হয়েছে। তারা শুধু আমার আগ্রহের কথা শুনতে চেয়েছে।জাতীয় দলের কোচ হওয়া মানে বছরের লম্বা একটা সময় দলের দায়িত্ব পালন করা।
সেক্ষেত্রে পরিবারকে সেভাবে সময় দেওয়া যায় না। এছাড়া দিল্লির কোচের দায়িত্ব ছাড়াও অস্ট্রেলিয়ার একটি টেলিভিশনে কাজ করেন পন্টিং। এসব বিষয় মাথায় রেখেই আপাতত ভারতের কোচ হওয়া হচ্ছে না তার।
পন্টিং বলেছেন,’জাতীয় দলের কোচ হতে পারলে খুবই ভালো লাগত। কিন্তু আমার জীবনের কিছু সময় পরিবারের সঙ্গে কাটাতে চাই।
যখন আপনি ভারতের জাতীয় দলের সঙ্গে যুক্ত হবেন তখন আইপিএলে কোনো দলে কাজ করতে পারবেন না। এছাড়া জাতীয় দলের হেড কোচের চাকরি হলো বছরে ১০-১১ মাসের ব্যস্ততা। আমি যদি এটা করি, আমার জীবনযাপনের সঙ্গে মিলবে না। আমি যা করতে পছন্দ করি, তা করতে পারব না।’
প্রস্তাব পেয়েছিলেন পন্টিং ভারতের কোচ হওয়ার

Reporter Name 






















