অনলাইন নিউজ-
কুড়িগ্রামে তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় চার শিশুসহ ছয় যাত্রী নিখোঁজ রয়েছে। তারা সবাই উলিপুর উপজেলার পশ্চিম বজরার বাসিন্দা। নিখোঁজদের উদ্ধারে তিস্তা নদীতে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের একটি দল। এ ঘটনায় ওই এলাকার আজিজুর রহমানের ১৪ মাস বয়সী আয়েশা সিদ্দিকা নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের সিনিয়ন স্টেশন অফিসার শরিফুল ইসলাম। গতকাল বুধবার (১৯ জুন) রাত ১১টা থেকে নিখোঁজ যাত্রীদের সন্ধানে ডুবরির একটি দল তল্লাশি চালাচ্ছে। এ অভিযান এখনও অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।স্বজনদের দাবি, নৌকার যাত্রী আনিছুর রহমান (৩০), তার স্ত্রী রুপালি বেগম, তাদের কন্যা সন্তান আইরিন (৯) তার ভাগনি হিরা মনি (৯), কয়জন আলীর আড়াই বছরের কন্যা কুলসুম (৩), আজিজুর রহমানের ছেলে শামিম হোসেন (৫) নিখোঁজ রয়েছে।
এক পরিবারের ৪ জনসহ এখনও নিখোঁজ ৬, তিস্তায় নৌকাডুবিতে
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রহমান জানান, তদন্তে নারী শিশুসহ ছয়জন নিখোঁজ রয়েছে বলে জানতে পারছি। এর মধ্যে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের গাবরের চর এলাকায় আত্মীয়র দাওয়াত খেতে যাওয়া পথে বজরা ইউনিয়নের সাদুয়া দামার হাট এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় ২৬ জন যাত্রী ছিলেন।এ সময় ১৯ জন নদী সাঁতরে তীরে উঠতে পারলেও সাতজন নিখোঁজ হয়। পরে তল্লাশি চালিয়ে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।