শনিবার (৯ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর কলাতিপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ছক্কু ওই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল শিশুটি। এ সময় প্রতিবেশী ছক্কু মিয়া তাকে বিস্কুট খাওয়ানোর লাভ দেখিয়ে নিজ ঘরে নিয়ে যান। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে। পরে জাতীয় জরুরি সেবা নম্বর- ৯৯৯ নম্বরে ফোন দেন স্থানীয়রা। খবর পেয়ে রাত আটটার দিকে ঘটনাস্থল থেকে ছক্কু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। রাতেই শিশুটির মা বাদী হয়ে উলিপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা করেছে শিশুটির পরিবার। অভিযুক্ত আসামিকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।