ময়মনসিংহ , বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জোট করলেও নিজ প্রতীকে নির্বাচন করবে গণঅধিকার পরিষদ বললেন নুর বিএনপি নেতা মৃত্যুর চারদিন পর পদ ফিরে পেলো গাজায় ফের ইসরায়েলি হামলা যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ চট্টগ্রামে ড. জাকির নায়েকের বাংলাদেশ সফরের বিষয়ে জানা নেই বললেন পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ-চীনের সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বললেন পররাষ্ট্র উপদেষ্টা সার্বক্ষণিক নিরাপত্তা জোরদারের নির্দেশ ইসির নির্বাচন ভবন ঘিরে প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিজেই বাসের টিকিট কেটে পঞ্চগড় গেছেন সেই খতিব বললেন জিএমপি তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন হবে এ সরকারের অধীনেই বললেন শিশির মনির
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ভারতে আটক ১৫ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:২৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হাতে আটক ১৫ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে।

গত বুধবার (২৮ আগস্ট) রাত ৮টা ১০ মিনিটে সদর উপজেলার তলুইগাছা সীমান্তের হাকিমপুর চেকপোস্ট এলাকায় এ প্রক্রিয়া সম্পন্ন হয়।

বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় হাকিমপুর চেকপোস্ট এলাকায় বিএসএফ তাদের আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে সাতক্ষীরা, খুলনা ও পিরোজপুর জেলার পুরুষ, নারী ও শিশু রয়েছে।
 
পরদিন বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর দিবাজ্যোতি ডলি এবং বিজিবির তলুইগাছা বিওপি কমান্ডার আবুল কাশেমের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়। পরে বিজিবির একটি টহল দল আটককৃতদের নিয়ে সাতক্ষীরা সদর থানায় নিয়ে আসে।
  
আটক ব্যক্তিরা হলেন: সাতক্ষীরা শ্যামনগরের পশ্চিম কৈখালী গ্রামের আব্দুর রব সরদারের ছেলে মো. সেকেন্দার হোসেন (৩৩), নকিপুর গ্রামের কালাচাঁদ গাজীর ছেলে মো. আব্দুল্লাহ গাজী (৩৮), যোগেন্দ্রনগর গ্রামের সুজাত আলী গাজীর মেয়ে ঝর্ণা খাতুন (৩৮), পিরোজপুরের খানাকুনিয়ারী গ্রামের এছাহাক মোল্লার ছেলে রুহুল আমিন (৪০), তার স্ত্রী শেফালী বেগম (৩৫) ও মেয়ে সুমাইয়া আক্তার (৭), শ্যামনগরের কালিঞ্চি গোলাখালী এলাকার মিকাইল মোল্লার স্ত্রী নাজমা বিবি (৩৩), তার মেয়ে মাহেরা আক্তার (৬), ছেলে নাজমুল হাসান নাইম (১৬) ও মেয়ে মিনা (১৩), খুলনার বটিয়াঘাটা কৃষ্ণনগরের মৃত জিয়ারুল ইসলামের স্ত্রী মর্জিনা বেগম (৪৪) ও মেয়ে হাসিনা খাতুন (১০), শ্যামনগরের নওয়াবেঁকীর পূর্ব বিড়ালক্ষী গ্রামের আবিয়ার রহমান শেখের মেয়ে মাফুজা খাতুন (৩৪), তার মেয়ে তানিয়া সুলতানা (১০) ও ছেলে মাফুজ রহমান (২)।
 
এ বিষয়ে তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেম সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
 
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, ‘বিএসএফের হাতে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। আমরা তাদের হেফাজতে নিয়েছি। ইতোমধ্যে নাম-ঠিকানা ও স্বভাব-চরিত্র যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট থানায় তথ্য পাঠানো হয়েছে। যাচাই শেষে বৈধ অভিভাবকদের জিম্মায় তাদের হস্তান্তর করা হয়েছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জোট করলেও নিজ প্রতীকে নির্বাচন করবে গণঅধিকার পরিষদ বললেন নুর

ভারতে আটক ১৫ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

আপডেট সময় ১২:২৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হাতে আটক ১৫ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে।

গত বুধবার (২৮ আগস্ট) রাত ৮টা ১০ মিনিটে সদর উপজেলার তলুইগাছা সীমান্তের হাকিমপুর চেকপোস্ট এলাকায় এ প্রক্রিয়া সম্পন্ন হয়।

বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় হাকিমপুর চেকপোস্ট এলাকায় বিএসএফ তাদের আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে সাতক্ষীরা, খুলনা ও পিরোজপুর জেলার পুরুষ, নারী ও শিশু রয়েছে।
 
পরদিন বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর দিবাজ্যোতি ডলি এবং বিজিবির তলুইগাছা বিওপি কমান্ডার আবুল কাশেমের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়। পরে বিজিবির একটি টহল দল আটককৃতদের নিয়ে সাতক্ষীরা সদর থানায় নিয়ে আসে।
  
আটক ব্যক্তিরা হলেন: সাতক্ষীরা শ্যামনগরের পশ্চিম কৈখালী গ্রামের আব্দুর রব সরদারের ছেলে মো. সেকেন্দার হোসেন (৩৩), নকিপুর গ্রামের কালাচাঁদ গাজীর ছেলে মো. আব্দুল্লাহ গাজী (৩৮), যোগেন্দ্রনগর গ্রামের সুজাত আলী গাজীর মেয়ে ঝর্ণা খাতুন (৩৮), পিরোজপুরের খানাকুনিয়ারী গ্রামের এছাহাক মোল্লার ছেলে রুহুল আমিন (৪০), তার স্ত্রী শেফালী বেগম (৩৫) ও মেয়ে সুমাইয়া আক্তার (৭), শ্যামনগরের কালিঞ্চি গোলাখালী এলাকার মিকাইল মোল্লার স্ত্রী নাজমা বিবি (৩৩), তার মেয়ে মাহেরা আক্তার (৬), ছেলে নাজমুল হাসান নাইম (১৬) ও মেয়ে মিনা (১৩), খুলনার বটিয়াঘাটা কৃষ্ণনগরের মৃত জিয়ারুল ইসলামের স্ত্রী মর্জিনা বেগম (৪৪) ও মেয়ে হাসিনা খাতুন (১০), শ্যামনগরের নওয়াবেঁকীর পূর্ব বিড়ালক্ষী গ্রামের আবিয়ার রহমান শেখের মেয়ে মাফুজা খাতুন (৩৪), তার মেয়ে তানিয়া সুলতানা (১০) ও ছেলে মাফুজ রহমান (২)।
 
এ বিষয়ে তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেম সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
 
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, ‘বিএসএফের হাতে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। আমরা তাদের হেফাজতে নিয়েছি। ইতোমধ্যে নাম-ঠিকানা ও স্বভাব-চরিত্র যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট থানায় তথ্য পাঠানো হয়েছে। যাচাই শেষে বৈধ অভিভাবকদের জিম্মায় তাদের হস্তান্তর করা হয়েছে।’