কোটা ইস্যুকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় মুখোমুখি অবস্থানে রয়েছে কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় দুইপক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ চলতে থাকে।
সোমবার (১৫ জুলাই) বিকেল ৩টা থেকে মুখোমুখি অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা ও ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে।শিক্ষার্থীরা জানায়, বিকেলে কোটা আন্দোলনে আবাসিক হলের শিক্ষার্থীদের ডাকতে যায় কোটাবিরোধীরা। এ সময় বিজয় ৭১ হলে তাদের ধাওয়া দেয় ছাত্রলীগ। পরে বিভিন্ন হলে কোটাবিরোধীদের ধাওয়া দিলে তারাও পাল্টাধাওয়া দেয়। এ সময় হলপাড়ায় উত্তেজনার সৃষ্টি হয়।