বিল্লাল হোসেন প্রান্তঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের দীর্ঘদিনের লড়াই, সংগ্রাম,আত্মত্যাগের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে অর্জিত হয়েছে আমাদের বাংলাদেশ। মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ আত্মাহুতি দিয়েছেন। এই মানুষগুলোর মধ্যে মুসলমান ছিলো, হিন্দু ছিলো, খ্রিস্টান ছিলো। তাই এই বাংলাদেশ কোন ধর্মের, বর্ণের, গ্রোত্রের নয়। এই বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ বলেছেন ময়মনসিংহ সদর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত।
সোমবার (১৫ জুলাই) ৪টায় দুর্গাবাড়ি মন্দিরে ইসকন ময়মনসিংহের আয়োজনে উল্টো রথযাত্রা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য দেন এমপি মোহিত উর রহমান শান্ত।
মোহিত উর রহমান শান্ত বলেন, যার যার ধর্ম সে সে পালন করবে। আমার ধর্মের দাওয়াত আমি দিতে পারি, অন্য ধর্মের মনিষী,ধর্ম প্রচারকরা তাদের ধর্মের প্রচার করবে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। এই স্বাধীনতা অর্জনে সব ধর্মের মানুষের রক্ত এই মাটিতে মিশে রয়েছে। এই অসাম্প্রদায়িক বাংলাদেশকে বিগত দিনগুলোতে ধর্মের নামে, সংখ্যালঘু বলে হিন্দু ধর্মের মানুষের উপর নির্যাতন, নিপীড়ন চালিয়ে সাম্প্রদায়িককতা উস্কে দিয়েছে। ভোটের রাজনীতি করতে গিয়ে যারা হিন্দুদেরকে এক ধরনের ভয়, এক দলের মানুষ হিসাবে বিশ্বের দরবাহে আখ্যায়িত করেছে। সেসব সাম্প্রদায়িক শক্তি আজকে বাংলাদেশ নেই।
তিনি বলেন, জাতির মহান স্থপতি জাতির শিক্ষক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্য তনয়া প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাচ্ছেন। আমরা যারা জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থাশীল মানুষ তারা এই ময়মনসিংহে সব ধর্ম বর্ণ গোত্রের মানুষ মিলেমিশে যার যার উৎসব পালন করবো।