ময়মনসিংহ , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিশু আরাফাত মারা গেছে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কমিশন গঠন: স্বরাষ্ট্র উপদেষ্টা ঘন কুয়াশায় নাটোরে ৬ ট্রাকে সংঘর্ষ, নিহত ১ আহত ৭ ডলার বাজারে অস্থিরতা, লেনদেনের তথ্য চায় বাংলাদেশ ব্যাংক সাবেক এমপি পোটন রিমান্ডে যুবদল নেতা হত্যা মামলায় টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ,৪ বিলিয়ন পাউন্ড আত্মসাৎ চিরকুট লিখে বীর মুক্তিযোদ্ধা আত্মহত্যা করলেন দুদকের মামলা স্ত্রী-কন্যাসহ বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে ময়মনসিংহে সরকারি প্রতিষ্ঠানে চলছিল অস্ত্র-মাদক কেনাবেচা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় প্রধান শিক্ষক অপসারণের দাবীর প্রতিবাদে স্মারকলিপি প্রদান

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:১৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে

পূর্বধলা প্রতিনিধি-
পূর্বধলায় প্রধান শিক্ষককে অপসারণের চেষ্টার প্রতিবাদে স্মারকলিপি প্রদান। নেত্রকোণার পূর্বধলায় শিক্ষক কর্তৃক মিথ্যা, ভিত্তিহীন অভিযোগ এনে পূর্বধলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপসারণের চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থী এবং অবিভাবকরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন।

গতকাল বুধবার দুপুরে পূর্বধলা উপজেলা চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং অভিভাবকরা।

পূর্বধলা উচ্চ বিদ্যালয়টি প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি বিদ্যাপীঠ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ চন্দ্র সরকার একজন সৎ ও নিষ্ঠাবান হিন্দু সম্প্রদায়ের মানুষ। বিদ্যালয়টি প্রতিষ্ঠায় তাদের অবদান অপরিসীম। এমনকি বিদ্যালয়টি প্রতিষ্ঠার সময় পুরো জমিটি তিনি দান করেছেন।

আগস্ট মাসের ৫ তারিখ সরকার পট পরিবর্তনের সাথে সাথে বিদ্যালয়ের কিছু অসাধু শিক্ষকরা মিলে স্বার্থ হাসিলে প্রধান শিক্ষক হিন্দু সম্প্রদায়ের সহজ সরল মানুষ হওয়ায়, তাকে জোর করে বিদ্যালয় থেকে পদত্যাগ করাতে চাপ প্রয়োগ করছে। বিভিন্ন সময় প্রধান শিক্ষকের বাড়িতে গিয়ে তাকে পদত্যাগ করতে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। চাপ প্রয়োগে তিনি পদত্যাগ না করলে চলমান ছাত্র আন্দোলনকে পুঁজি করে প্রধান শিক্ষককে অপসারণের জন্য সম্পূর্ণ অবৈধভাবে উপজেলা প্রশাসনের কাছে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ দায়ের করে। যা বিদ্যালয়টির ভাবমূর্তি নষ্ট করা সহ ঐ শিক্ষকদের হীন উদ্দেশ্য বাস্তবায়নের শামিল। এমনকি প্রধান শিক্ষকের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তার কোনোটারই সত্যতা নেই।

এমতাবস্থায় বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির কারণে শিক্ষার্থীদের পাঠদানের সময় নষ্ট করে কোমলমতি ছাত্রছাত্রীদের দিয়ে আন্দোলন করে প্রধান শিক্ষককে অপসারণের অপচেষ্টায় লিপ্ত কিছু শিক্ষকরা। এতে করে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করে কোমলমতি ছাত্রছাত্রীদের বিপথগামী করছে বিদ্যালয়ের শিক্ষকরা।

বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক সুদীপ চন্দ্র সরকারকে সম্পূর্ণ অবৈধভাবে বিতাড়িত করার যে অপচেষ্টা করা হচ্ছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট স্মারকলিপিতে উল্লেখ করেন।
মানববন্ধন শেষে শিক্ষার্থী ও অভিভাবকরা উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসারের হাতে স্মারকলিপি প্রদান করে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খবিরুল আহসান জানান, গতকাল আমি একটা অভিযোগ পেয়ে ছিলাম, আজ আরেকটা অভিযোগ পেয়েছি প্রধান শিক্ষককে যেন অপসারণ না করা হয়। পক্ষে এবং বিপক্ষে অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে

পূর্বধলায় প্রধান শিক্ষক অপসারণের দাবীর প্রতিবাদে স্মারকলিপি প্রদান

আপডেট সময় ০৪:১৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪

পূর্বধলা প্রতিনিধি-
পূর্বধলায় প্রধান শিক্ষককে অপসারণের চেষ্টার প্রতিবাদে স্মারকলিপি প্রদান। নেত্রকোণার পূর্বধলায় শিক্ষক কর্তৃক মিথ্যা, ভিত্তিহীন অভিযোগ এনে পূর্বধলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপসারণের চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থী এবং অবিভাবকরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন।

গতকাল বুধবার দুপুরে পূর্বধলা উপজেলা চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং অভিভাবকরা।

পূর্বধলা উচ্চ বিদ্যালয়টি প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি বিদ্যাপীঠ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ চন্দ্র সরকার একজন সৎ ও নিষ্ঠাবান হিন্দু সম্প্রদায়ের মানুষ। বিদ্যালয়টি প্রতিষ্ঠায় তাদের অবদান অপরিসীম। এমনকি বিদ্যালয়টি প্রতিষ্ঠার সময় পুরো জমিটি তিনি দান করেছেন।

আগস্ট মাসের ৫ তারিখ সরকার পট পরিবর্তনের সাথে সাথে বিদ্যালয়ের কিছু অসাধু শিক্ষকরা মিলে স্বার্থ হাসিলে প্রধান শিক্ষক হিন্দু সম্প্রদায়ের সহজ সরল মানুষ হওয়ায়, তাকে জোর করে বিদ্যালয় থেকে পদত্যাগ করাতে চাপ প্রয়োগ করছে। বিভিন্ন সময় প্রধান শিক্ষকের বাড়িতে গিয়ে তাকে পদত্যাগ করতে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। চাপ প্রয়োগে তিনি পদত্যাগ না করলে চলমান ছাত্র আন্দোলনকে পুঁজি করে প্রধান শিক্ষককে অপসারণের জন্য সম্পূর্ণ অবৈধভাবে উপজেলা প্রশাসনের কাছে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ দায়ের করে। যা বিদ্যালয়টির ভাবমূর্তি নষ্ট করা সহ ঐ শিক্ষকদের হীন উদ্দেশ্য বাস্তবায়নের শামিল। এমনকি প্রধান শিক্ষকের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তার কোনোটারই সত্যতা নেই।

এমতাবস্থায় বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির কারণে শিক্ষার্থীদের পাঠদানের সময় নষ্ট করে কোমলমতি ছাত্রছাত্রীদের দিয়ে আন্দোলন করে প্রধান শিক্ষককে অপসারণের অপচেষ্টায় লিপ্ত কিছু শিক্ষকরা। এতে করে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করে কোমলমতি ছাত্রছাত্রীদের বিপথগামী করছে বিদ্যালয়ের শিক্ষকরা।

বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক সুদীপ চন্দ্র সরকারকে সম্পূর্ণ অবৈধভাবে বিতাড়িত করার যে অপচেষ্টা করা হচ্ছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট স্মারকলিপিতে উল্লেখ করেন।
মানববন্ধন শেষে শিক্ষার্থী ও অভিভাবকরা উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসারের হাতে স্মারকলিপি প্রদান করে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খবিরুল আহসান জানান, গতকাল আমি একটা অভিযোগ পেয়ে ছিলাম, আজ আরেকটা অভিযোগ পেয়েছি প্রধান শিক্ষককে যেন অপসারণ না করা হয়। পক্ষে এবং বিপক্ষে অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে