অনলাইন সংবাদ-
ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় সুরুজ আলী (৪৫) নামে একজন নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৭টার দিকে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে উপজেলার ইমাদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
নিহত সুরুজ আলী রাঙ্গামাটি জেলার বাখাইছড়ি গ্রামের ডেবারপাড় এলাকার আব্দুল আজিজের পুত্র। আহতরা হলেন ফুলপুর উপজেলার যোগীরগুহা গ্রামের ইসমাইল (৬৫), আনোয়ারা (৬০) ও অজ্ঞাত একজন।
জানা যায়, ময়মনসিংহ থেকে একটি সিএনজিযোগে ফুলপুর আসার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান সুরুজ আলী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। আহতরা বর্তমানে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার এসআই শফিকুল ইসলাম বলেন, আহতরা ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন আর নিহত সুরুজ আলীর লাশ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। আসলে বিধি মোতাবেক সুরুজ আলীর মরদেহ হস্তান্তর করা হবে।