ময়মনসিংহে আনন্দ মোহন কলেজে ‘মার্কেটিং’ ও ‘ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং’ বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালুর দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কলেজের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়। পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষাসচিবের কাছে স্মারকলিপি দেন।
শিক্ষার্থীরা জানান, ২০১৪ সাল থেকে কলেজটিতে ‘মার্কেটিং’ ও ‘ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং’ বিষয়ে স্নাতক কোর্স চালু আছে। ২০১৯ সাল থেকে এসব বিষয়ে মাস্টার্স কোর্স চালুর প্রক্রিয়া শুরু হলেও অজ্ঞাত কারণে তা হচ্ছে না। শিক্ষা মন্ত্রণালয়ে ফাইল আটকে আছে। বৃহত্তর ময়মনসিংহের দরিদ্র শিক্ষার্থীরা সহজেই স্নাতক কোর্স করার সুযোগ পেলেও বিভাগ দুটিতে স্নাতকোত্তর (মাস্টার্স) কোর্স চালু না থাকায় তাঁরা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। বিভাগের অন্য জেলায়ও এ বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ নেই। অনেকের পক্ষেই ঢাকায় গিয়ে স্নাতকোত্তর কোর্স সম্পন্ন করা ব্যয়বহুল।
ফজলে এলাহী, আশিক রাব্বি, দেওয়ান ফৌজিয়া করিম ও সুমাইয়া আক্তার নামের শিক্ষার্থীরা বলেন, কলেজে স্নাতক সম্পন্ন করতে পারলেও স্নাতকোত্তর করা যাবে না—তা হতে পারে না। একই জায়গা থেকে এই দুই ডিগ্রি সম্পন্ন করতে চান তাঁরা।
মানববন্ধনে শিক্ষার্থী আশিকুর বলেন, ‘কোন ষড়যন্ত্রের কারণে আমাদের কলেজে মাস্টার্স চালু হচ্ছে না, তা বের করতে হবে। ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা বিজয়ী হয়ে শিক্ষা খাতে এ বঞ্চনা কোনোভাবেই মেনে নেব না।’
এ বিষয়ে আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ আমান উল্লাহ জানান, ‘মাস্টার্স কোর্স চালুর জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর জাতীয় বিশ্ববিদ্যালয় বাকি কাজ করবে। ২০১৯ সাল থেকে শিক্ষা মন্ত্রণালয়ে ফাইল আটকে আছে। সম্প্রতি শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে পুনরায় শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে যোগাযোগ করা হয়েছে।’
শিক্ষার্থীরা মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর স্মারকলিপি পাঠিয়েছেন।