নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে নবী হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার দড়ি বিশনন্দী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নবী হোসেন ওই এলাকার লুইছা মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, গভীর রাতে ১০/১২ জনের এক দল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে দড়ি বিশনন্দী এলাকায় ইলিয়াসের বাড়িতে প্রবেশ করে। এ সময় বাড়ির সদস্যরা বিষয়টি টের পেয়ে চিৎকার করলে ডাকাতরা তাদের ওপর হামলা চালিয়ে কুপিয়ে চারজনকে জখম করা হয়।পরে ডাকাতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিলে আশেপাশের লোকজন এসে ডাকাতদের ঘিরে ফেলে। এক পর্যায়ে উত্তেজিত জনতার গণপিটুনিতে নবী হোসেন ঘটনাস্থলেই নিহত হন এবং অন্যরা পালিয়ে যান। পরে ডাকাত দলের হামলায় আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।