মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস তাঁর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে ‘ফ্যাসিবাদী’ বলেছেন। ট্রাম্পের ‘অস্থিরতা’ ক্রমাগত বাড়ছে উল্লেখ করে ভোটারদের সতর্ক করেছেন তিনি। গতকাল বুধবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন আয়োজিত এক প্রশ্নোত্তর অনুষ্ঠানে ভোটারের প্রশ্নের জবাবে কমলা এসব কথা বলেন।
ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার জন্য উপযোগী কিনা, এমন একটি প্রশ্নের উত্তর ভোটারদের পক্ষ থেকে কমলার কাছে জানতে চাওয়া হয়েছিল। কমলা তখন সাবেক জার্মান একনায়ক অ্যাডলফ হিটলারের প্রতি ট্রাম্পের প্রীতির কথা উল্লেখ করে কঠোর সমালোচনা করেন।

স্টাফ রিপোর্টার 
























