ঢাকার উপকণ্ঠে সাভারে দশতলা ভবন ধসে সহস্রাধিক মানুষ নিহতের ঘটনায় পুলিশের করা হত্যা মামলায় রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন স্থগিতই থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া তার জামিন স্থগিত করেন। সেই সঙ্গে দুই মাসের মধ্যে জামিন প্রশ্নে রুল নিষ্পত্তি করতে হাইকোর্টকে বলেছেন আপিল বিভাগ।
এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. আতাউর রহমান খান ও বিচারপতি কে এম হাফিজুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ ১ অক্টোবর সোহেল রানাকে ৬ মাসের অন্তর্বর্তী জামিন দেন। তবে পরদিন ২ অক্টোবর রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক সোহেল রানার জামিন স্থগিত করেন।