ইউক্রেন যুদ্ধের সমাপ্তিতে গড়িমসি করার অভিযোগ তুলে রাশিয়ার দুই প্রধান জ্বালানি কোম্পানির ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই দিনে ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) রাশিয়ার ওপর ১৯তম নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদন করেছে। এতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতও অন্তর্ভুক্ত। বুধবার (২২ অক্টোবর) এ ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরই রাশিয়া পারমাণবিক অস্ত্রের বড় ধরনের মহড়া চালিয়ে শক্তি প্রদর্শন করেছে।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে, রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি খাতের জায়ান্ট রোসনেফট ও লুকয়েলকে লক্ষ্য করেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য মস্কোর অর্থায়নের পথ বন্ধ করা।
ট্রেজারি মন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ‘এখন হত্যাযজ্ঞ বন্ধের সময়, তাৎক্ষণিক যুদ্ধবিরতি ঘোষণাই একমাত্র সমাধান।’ তার মন্তব্যের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ২ ডলার বেড়ে যায়।
এক ভিডিও কনফারেন্সে পুতিন বলেন, ‘আজ আমরা পরিকল্পিত পারমাণবিক বাহিনীর কমান্ড ও নিয়ন্ত্রণ মহড়া চালাচ্ছি।’
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়ায় দেশের স্থল, সমুদ্র ও আকাশ থেকে অংশ নেয়। রাষ্ট্রীয় সামরিক টিভি চ্যানেল জভেজদা প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রাশিয়ার উত্তরে প্লেসেটস্ক কসমোড্রোম থেকে একটি ইয়ারস আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। একই সঙ্গে বারেন্টস সাগরে পারমাণবিকচালিত সাবমেরিন ব্রায়ানস্ক থেকে একটি সিনেভা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
এ ছাড়া টিউ-৯৫এমএস দূরপাল্লার বোমারু বিমানগুলো আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মহড়ার সব লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে এবং কর্মকর্তাদের দক্ষতা যাচাই সম্পন্ন হয়েছে।
ক্রেমলিনের মতে, রাশিয়া তার পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা বজায় রাখতে নিয়মিত এমন মহড়া চালায়। গত অক্টোবরে অনুরূপ মহড়ার সময় পুতিন বলেছিলেন, রাশিয়ার পারমাণবিক অস্ত্রাগার বৈশ্বিক কৌশলগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এর মধ্যে, রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা নিউ স্টার্ট চুক্তি নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। চুক্তিটি ২০১১ সালে কার্যকর হয় এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হবে। রিয়াবকভ বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে সরে যায়, তবে পারমাণবিক অস্ত্র সীমাবদ্ধতার ক্ষেত্রে এক শূন্যতা তৈরি হবে এবং হুমকি আরও বেড়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘রাশিয়াকে নিশ্চিত করতে হবে মার্কিন প্রশাসন তার শত্রুতামূলক নীতি থেকে স্থায়ীভাবে সরে এসেছে।’
এ মন্তব্য আসে এমন এক সময়ে, যখন পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে নির্ধারিত বৈঠক স্থগিত হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, হাঙ্গেরির বুদাপেস্টে পরিকল্পিত ওই কূটনৈতিক আলোচনা আপাতত হচ্ছে না। মঙ্গলবার ট্রাম্প বলেন, তিনি চান না এই বৈঠকে ‘সময় অপচয়’ হোক।
রাশিয়ার এই মহড়া ন্যাটোর পারমাণবিক প্রতিরক্ষা মহড়া ‘স্টেডফাস্ট নুন’ শেষ হওয়ার এক সপ্তাহের মাথায় অনুষ্ঠিত হলো। ন্যাটোর বিবৃতিতে বলা হয়েছে, ওই মহড়া বর্তমান বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত নয়। এতে ১৪টি মিত্র দেশের প্রায় ৭০টি বিমান অংশ নেয়, যা নেদারল্যান্ডস, বেলজিয়াম, যুক্তরাজ্য ও ডেনমার্কের ঘাঁটি থেকে পরিচালিত হয়।
ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেন, ‘এই মহড়া আমাদের পারমাণবিক প্রতিরোধকে আরও বিশ্বাসযোগ্য, নিরাপদ ও কার্যকর রাখতে সাহায্য করে।’