অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বৈষম্যহীন ও স্বচ্ছ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও এখন তাদের মধ্যেই আগের সরকারের মতো আচরণ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি অভিযোগ করেন, এই উপদেষ্টারা জনগণের সম্পদ বিদেশিদের হাতে তুলে দিতে নানা গোপন ও প্রকাশ্য তৎপরতা চালাচ্ছেন।
গত সোমবার (১০ নভেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতা আ ফ ম মাহবুবুল হকের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘এই সরকারের কাজ সংস্কার করা ও নির্বাচন আয়োজন করা, কিন্তু এখন তা নির্দিষ্ট কিছু দলের দ্বারা পরিচালিত হচ্ছে। এটাই সমস্যার মূল কারণ। তাদের পক্ষপাতদুষ্ট আচরণের কারণেই জটিলতা তৈরি হয়েছে। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের যে ভূমিকা পালনের কথা, সেটি বিকৃত হওয়ার ফলেই আজকের এই পরিস্থিতি।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ভুঁইয়া, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, লেখক ও বুদ্ধিজীবীরা।

ডিজিটাল রিপোর্ট 
























