রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষায় নিজেই রাত্রিকালীন টহলে নেমে চমক দেখালেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার ড. জিললুর রহমান।
গত সোমবার মধ্যরাতে সিনিয়র কর্মকর্তাদের নিয়ে রাতভর গুরুত্বপূর্ণ এলাকায় টহল পরিচালনায় নেতৃত্ব দেন তিনি। এ সময় সন্দেহভাজনদের তল্লাশিও করেন। আরএমপি কমিশনার নিজেও রাতে চলাচলকারী নগরবাসীর সঙ্গে কথা বলেন। ব্যবসা-বাণিজ্যসহ নানা বিষয়ে খোঁজখবর নেন।
এদিকে আরএমপি কমিশনারের নিজে টহল তৎপরতায় খুশি নগরবাসী। বিশেষ করে ব্যবসায়ীরা। তারা বলেছেন, পুলিশের এমন টহল তৎপরতা অব্যাহত থাকলে চুরি-ছিনতাই নিয়ন্ত্রণে আসবে। চাঁদাবাজি কমবে। নগরবাসী বলছে, এর আগে রাজশাহীতে পুলিশের কোনো কমিশনার নিজে মাঠে নেমে টহল পরিচালনা করেননি।
আরএমপি কমিশনার জিললুর রহমান বলেন, এখন থেকে নগরবাসীর শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত টহল জোরদার থাকবে। আর মাঝে মাঝে তিনিও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে মাঠে নামবেন।
প্রসঙ্গত, টহলের আগে আরএমপির এক সভায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. জিললুর রহমান নগরীতে অপরাধ দমন, চাঁদাবাজি নিয়ন্ত্রণ এবং গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এরপরই মধ্যরাতে তিনি কর্মকর্তাদের নিয়ে নিজে মাঠে নামেন।

স্টাফ রিপোর্টার 























