নারায়ণগঞ্জ বন্দরে অজ্ঞাত (২৩) পরিচয়ের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধর করেছে পুলিশ। লাশটি নিজের সন্তান বলে দাবি করেছেন দুিই নারী। পরিচয় সনাক্ত হবে ডিএনএ পরীক্ষার মাধ্যমে।
বুধবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় বন্দর থানার নবীগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন কালর্ভাট ব্রিজের নিচে থেকে মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠায় বন্দর থানা পুলিশ। নিহত যুবকের পরনে ছিল কালো টি-শার্ট ও ব্রাউন রঙের পেন্ট।
এলাকাবাসী জানিয়েছে, বুধবার বিকেলে গুইসাপ লাশটি ব্রিজের নিচ থেকে টেনে বাইরে নিয়ে এলে পথচারীদের চোখে পড়ে। পথচারীরা পুলিশ খবর দিলে থানা পুলিশ এসে পিবিআই ও সিআইডকে সংবাদ দেয়। পরে পিবিআই ও সিআইডি এসে নমুনা সংগ্রহের পর সন্ধ্যায় লাশটি উদ্ধার মর্গে পাঠায়। এদিকে লাশের সংবাদ পেয়ে দুই মহিলা এসে দুই জনেরই নিজের ছেলের লাশ বলে দাবি করেন।
নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার মৃত কালাচাঁন মিয়ার স্ত্রী বৃদ্ধা রহিমা বেগম তার ছেলের লাশ বলে দাবি করেন। অপরদিকে সিদ্ধিরগঞ্জ এলাকার মৃত রফিজ উদ্দিন মিয়ার স্ত্রী রোজিনা বেগম তার ছেলের লাশ বলে দাবি করেন। দুই নারীই তাদের ছেলের নাম রুবেল বলে উল্লেখ করেন।
এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যা করে লাশ এখানে ফেলে রেখে গেছে। লাশটি ৩/৪দিন আগের বলে ধারণা করা হচ্ছে। যেহেতু দুই জন লাশের দাবিদার তাই ডিএনএ পরীক্ষার মাধ্যমে লাশের পরিচয় সনাক্ত করা হবে। এ বিষয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।