কক্সবাজার-সেন্টমার্টিন নৌ রুটে পর্যটক নিয়ে চলাচলকারী ‘দ্য আটলান্টিক ক্রুজ’ নামের জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাহাজে থাকা এক ক্রুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে নোঙর করা অবস্থায় জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়।
কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক ছৈয়দ মো. মোরশেদ হোসেন জানান, বেলা ১১টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। নৌবাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। আগুনের সূত্রপাত এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে আগুনে জাহাজে অবস্থানরত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই ব্যক্তি জাহাজের একটি কক্ষের ভেতর ঘুমন্ত অবস্থায় ছিলেন।
আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া ব্যক্তির নাম নুর কামাল। তিনি ওই জাহাজের একজন ক্রু বলে নিশ্চিত করেছেন সি ক্রুজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব)-এর সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর।
তিনি বলেন, ‘প্রতিদিনের মতো সেন্টমার্টিন যেতে পর্যটক তোলার জন্য সকাল ৭টার দিকে ঘাটে আসছিল দ্য আটলান্টিক ক্রুজ জাহাজটি। হঠাৎ জাহাজের ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। অল্পক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর কাজ চলছে।’
আগুন লাগার খবরে ঘাটে আসেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান। তিনি জানান, জাহাজে আগুন লাগার কারণ জানতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিকেলে জাহাজ মালিকদের সঙ্গে সভার সিদ্ধান্তও নেয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম বলেন, ‘সরকারি নির্দেশনা মতো পর্যটকদের জাহাজে ওঠা তদারকি করতে প্রশাসনের সংশ্লিষ্টরা ঘাট এলাকায় আসেন। এর মাঝেই এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। জাহাজটি পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন লাগার আগে কোনো পর্যটক জাহাজে ওঠেননি।’
তিনি আরও বলেন, ‘এ জাহাজের যেসব পর্যটকের সেন্টমার্টিন যাওয়ার কথা ছিল, তাদের অন্য জাহাজে পাঠানো হয়েছে।’

অনলাইন ডেস্ক 





















