চাঁদপুরের ফরিদগঞ্জে শাহার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আগুনের লেলিহান শিখায় আটকা পড়ে সাব্বির (১৫) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শাহার বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির উপজেলার শালদহ গ্রামের অটোরিকশা চালক আরিফুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, বাজারের জয়নাল আবেদীনের ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে খাদ্য গুদাম, মুদি, ওষুধ, বৈদ্যুতিক সরঞ্জাম এবং এলপিজি গ্যাস সিলিন্ডারের দোকানসহ মোট ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।
বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, ‘গ্যাস সিলিন্ডারের দোকানের পেছনে ছিল ওই কর্মচারী (সাব্বির)। সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়লে সে সেখানেই আটকা পড়ে এবং আগুনে দগ্ধ হয়ে মারা যায়।’
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, ‘আগুনে আমার ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমার মতো আরও ৫ জন ব্যবসায়ীর এখন অবশিষ্ট বলতে কিছুই নেই।’
আগুন লাগার পর প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ১১টার দিকে তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোরশেদ আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

অনলাইন ডেস্ক 





















