মোঃ নজরুল ইসলামঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৬১ নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর মনোনীত প্রার্থী মাসুম মোস্তফা মনোনয়নপত্র দাখিল করেছেন।
গত সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে তিনি ইসলামি সমমনা জোট শরিক দলগুলোকে সাথে নিয়ে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আনিছুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দান করেন।
মাসুম মোস্তফা বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার সহকারী সেক্রেটারি এবং পূর্বধলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। জনগণের রায়ে বিজয়ী হলে পূর্বধলাকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাহফুজুল হক খান নয়ন, নায়েবে আমির মো. জয়নুল আবেদীন, বাংলাদেশ খেলাফত আন্দোলন ময়মনসিংহ জেলা সাধারণ সম্পাদক মুফতি হাবিবুল্লাহ খান, উপজেলা এনসিপির মুখ্য সমন্বয়ক আনোয়ার খান কাজল, উপজেলা এবি পার্টির সভাপতি মাহমুদুল হাসান চৌধুরী।

স্টাফ রিপোর্টার 























