বিএনপিতে যোগ দেওয়া সকল নেতা-কর্মী খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাসিন্দা। এর মধ্যে জাতীয় পার্টির দীঘিনালা উপজেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি মো. চান মিয়া, সহসভাপতি খলিলুর রহমান ও দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রয়েছেন।
জানতে চাইলে মো. চান মিয়া বলেন, চারদিকে ধানের শীষের জোয়ার দেখে আমরা ৬১ জন নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছি। ভবিষ্যতে নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেব।
জাতীয় পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক মিথিলা রোয়াজা জানান, ৬১ জনের মধ্যে দু-একজন মাত্র জাতীয় পার্টির সঙ্গে যুক্ত ছিলেন, বাকিরা দলের কেউ নন। এছাড়া কয়েকজন দল পরিবর্তন করতে পারেন, তবে আসন্ন নির্বাচনে এতে কোনো প্রভাব পড়বে না।
খাগড়াছড়ি জেলা জামায়াতের সেক্রেটারি মিনহাজুর ইউসুফ বলেন, আমাদের দলের কেউ বিএনপিতে যোগ দেননি। এই ধরনের প্রচার বিএনপির রাজনৈতিক কৌশল, যা তারা নিয়মিত করে থাকে।

ডিজিটাল রিপোর্ট 




















