ময়মনসিংহের জয়নুল আবেদীন পার্কের দোকান আবারও উচ্ছেদ
কিছু দিন পর পর ময়মনসিংহের জয়নুল আবেদীন পার্কের দোকানপাট উচ্ছেদ করা হয় । জানা যায়, এই দোকানপাট গুলো অবৈধ ভাবে পরিচালিত হয় ।তবে লোক মুখে শুনা যায় যে,যদি এসব দোকান অবৈধ হয়ে থাকে তাহলে কিসের ভিত্তিতে কিছু দিন পর পর এসব ব্যবসায়ীরা এখানে দোকানপাট নিয়ে বসে। তখন প্রশাসনের দৃষ্টি কোথায় থাকে ।
গত একুশ (২১) ডিসেম্বর,শনিবার সন্ধ্যা সাত (৭) ঘটিকায় জয়নুল আবেদীন পার্কের উপরের ও নিচের দোকান আবারও উচ্ছেদ করা হয়েছে ।
জনশ্রুতিতে জানা যায়, পার্ক সংলগ্ন নদীর পাড়ের তাঁত ও কুটির শিল্প (বানিজ্য) মেলা উপলক্ষে পার্কের দোকান পাট উচ্ছেদ করা হয় ।
দোকানিদের সাথে কথা বলে জানা যায়,তারা যেন এখানে বৈধ ভাবে ব্যবসা করতে পারে সেদিকে প্রশাসনের সহায়তা চায়। এই ব্যবসায় তাদের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম।
পার্কে আসা জনগণও চায় এসব দোকানপাট উচ্ছেদ না করে এই ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বাধীন ভাবে ব্যবসা করার অধিকার দেওয়া উচিৎ ।এসব দোকানপাট পার্কের সৌন্দর্য বৃদ্ধি করে ।তাদের মতে,প্রশাসনের এই ক্ষুদ্র কাজে বার বার হস্তক্ষেপ না করে আরও অনেক বৃহৎ সমস্যায় নজর দেওয়া উচিৎ ।