ময়মনসিংহের একটি সরকারি প্রতিষ্ঠানে মিলেছে বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র ও মাদক। দীর্ঘদিন ধরে নগরীর মাসকান্দা এলাকার মৎস্য বীজ উৎপাদন খামারের নৈশ্যপ্রহরীর কক্ষে চলছিল অস্ত্র ও মাদক কেনাবেচা। পুলিশের অভিযানে আটক করা হয়েছে একজনকে।
গতকাল রবিবার (২২ ডিসেম্বর) মধ্যরাতে ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে এ অভিযান চালায় পুলিশ।