জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৯টায় মাওলানা ভাসানী হল-সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। পরবর্তীতে শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকের নেতৃত্বে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির এক সদস্য বলেন, গেরুয়া বাজারে ছাত্রদলের কয়েকজন কর্মী তাদের ওপর হামলা চালানোর চেষ্টা করে। তবে এ ঘটনায় কারও শারীরিক ক্ষতি হয়নি। পরবর্তীতে তারা ক্যাম্পাসে প্রবেশ করলে ওই গ্রুপ পালিয়ে যায়।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ে অরাজকতা সহ্য করা হবে না। প্রশাসন এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেবে। যদি অছাত্ররা ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তবে রাষ্ট্রীয় আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, শুক্রবার কেন্দ্রীয় ছাত্রদলের পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে নবগঠিত শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির তিন নেতাকে সংগঠন থেকে অব্যাহতি এবং ছয় নেতাকে বহিষ্কার করা হয়।