ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে মাদক ও অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ১২ জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। শনিবার (১ জানুয়ারি) রাতে উপজেলার পলিয়ানপুর, কুসুমপুর ও লড়ায় ঘাট বিজিবির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদ, ফেনসিডিল ও ১২ জন বাংলাদেশি নাগরিককে আটক করে।
শনিবার রাতে মহেশপুর-৫৮ বিজিবির প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, উপজেলার পলিয়ানপুর বিওপি রায়পুর গ্রামের মেহগনী বাগানে অভিযান চালানো হয়। এসময় পিপুলবাড়িয়া গ্রামের রফিকুল ইসলামের আম বাগান থেকে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।