নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দীর্ঘ বিরতির পর শনিবার (৩১ জানুয়ারি) টাঙ্গাইল ও সিরাজগঞ্জ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী ও রংপুর বিভাগে কয়েক দিনের ব্যস্ত সফর শেষ করে ঢাকা ফেরার পথে তিনি এই দুই জেলায় পৃথক দুটি বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।
তাঁর এই সফরকে কেন্দ্র করে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রিয় নেতাকে বরণ করে নিতে তোরণ, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে জনসভাস্থলসহ আশপাশের এলাকা। জেলা দুটিতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে স্থানীয় প্রশাসন ও দলীয় সূত্র নিশ্চিত করেছে।
স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা জানান যে, তারেক রহমানের আগমনকে ঘিরে সিরাজগঞ্জে এখন সাজ সাজ রব বিরাজ করছে। জনসভাস্থল ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে এবং সেখানে বিশাল গণজমায়েতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দলটি। জেলা বিএনপি মনে করছে, এই সফরের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় নতুন গতির সঞ্চার হবে।
টাঙ্গাইল জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ ২১ বছর পর তারেক রহমান টাঙ্গাইলে জনসভায় অংশ নিতে যাচ্ছেন, যা নেতা-কর্মীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দলীয় সূত্র জানায় যে, টাঙ্গাইল জেলায় এটিই হবে তার প্রথম কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক জনসভা। এর আগে ২০০৪ সালে তিনি সাংগঠনিক সফরে টাঙ্গাইলে এলেও রাজনৈতিক সমাবেশ হিসেবে আজকের দিনটি এক মাইলফলক হতে যাচ্ছে।
তারেক রহমানের আগমন উপলক্ষে টাঙ্গাইল জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু পুরো আয়োজনের তদারকি করছেন। জনসভাস্থলে কয়েকশ মাইক এবং বড় মঞ্চ তৈরির পাশাপাশি নেতা-কর্মীদের জন্য বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে এবং সমাবেশস্থলে বড় পর্দায় ভাষণ প্রচারের ব্যবস্থাও রাখা হয়েছে। বিএনপি নেতা-কর্মীরা আশা করছেন যে, এই জনসভার মাধ্যমে টাঙ্গাইলের আটটি আসনের নির্বাচনী সমীকরণে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে। সফরসূচি অনুযায়ী, টাঙ্গাইলের জনসভা শেষে সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

ডিজিটাল ডেস্ক 























