গত মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকার ইইউ মিশনের একটি সূত্র জানায়, সফরকালে ইইউর প্রধান পর্যবেক্ষক ইইউর ঢাকা মিশনের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের নির্বাচন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে তিনি নির্বাচনের প্রস্তুতি ও সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করবেন। এছাড়া আগামী ১১ জানুয়ারি একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে তার।
ইভার্স ইজাবস লাটভিয়ার নাগরিক এবং বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, গত ১১ ডিসেম্বর বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে ইইউ তাকে প্রধান পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেয়।

ডিজিটাল ডেস্ক 





















