এএফসি চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন আল আইন। সংযুক্ত আরব আমিরাতের সেই দলটিকে কাল রাতে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। দলের দ্বিতীয় গোলটি করেছেন পর্তুগিজ তারকা। এই জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের পশ্চিমাঞ্চলে পয়েন্ট তালিকার শীর্ষে তিনে উঠে গেছে সৌদি ক্লাবটি।বড় এই জয়ে প্রতিশোধ নেওয়াও হয়ে গেল আল নাসরের। গতবার এই আল আইনের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছিলেন রোনালদোরা।৪ ম্যাচের ৩টিতে জয়ী আল নাসরের পয়েন্ট ১০। রোনালদোদের ওপরে থাকা দুটি ক্লাবও সৌদি আরবের—আল হিলাল ও আল আহলি। দু্টি ক্লাবেরই পয়েন্ট ১২, তবে গোল পার্থক্যে এগিয়ে শীর্ষে আল হিলাল।
৪–১ গোলে এগিয়ে যাওয়ার পর আল নাসরের খেলোয়াড়দের উল্লাসরয়টার্স
অ্যান্ডারসন তালিসকার গোলে ৫ মিনিটেই এগিয়ে যায় আল নাসর। রোনালদো গোলটি করেছেন ৩১ মিনিটে। সেনেগাল তারকা সাদিও মানের দূরপাল্লার শট আল আইনের গোলরক্ষক ঠেকিয়ে দিলেও বলটি পড়ে রোনালদোর সামনে। সিআরসেভেন ফিরতি শটে পেয়ে যান গোল।৬ মিনিট পর আল আইন আত্মঘাতী গোলে পিছিয়ে যায় ৩-০ গোলে। ৫৬ মিনিটে আরেকটি আত্মঘাতী গোল, এবার অবশ্য সেটি করেন আল নাসরের বেন্তো। ৮১ মিনিটে ৪-১ গোলে এগিয়ে যাওয়া আল নাসর যোগ করা সময়ে তালিসকার আরেকটি গোলে শেষ পেরেকটি ঠোকে আল আইনের কফিনে।
পূর্বাঞ্চলে শীর্ষে আছে জাপানের ভিসেল কোবে। কাল দক্ষিণ কোরিয়ার গোয়াংজু এফসিকে ২-০ গোলে হারিয়ে উঠেছে শীর্ষে।