কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মো. শাহ আলম নামে এক জামায়াত কর্মীর বাসার বারান্দায় হত্যার হুমকি সংবলিত একটি চিরকুট রেখে গেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। চিরকুটে ইংরেজিতে ‘আই কিল ইউ’ লেখা ছিল, যার মাঝখানে লাল রঙের একটি পুতুলের ছবি আঁকা ছিল।
এ ঘটনায় গত শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ভূরুঙ্গামারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী শাহ আলম।
বিষয়টি শনিবার (২০ ডিসেম্বর) নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন।
শাহ আলম উপজেলার পাথরডুবি ইউনিয়নের পশ্চিম পাথরডুবি গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে। তিনি স্থানীয় জামায়াতে ইসলামের একজন সক্রিয় কর্মী। পাশাপাশি ব্যবসা করেন এবং একটি বেসরকারি মাদ্রাসা পরিচালনা করেন। বর্তমানে তিনি সরকারি কলেজ রোডের দেওয়ানের খামার এলাকায় একটি বাড়ির নিচতলায় ভাড়া থাকেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় শাহ আলমের স্ত্রী মমতাজ বেগম বাসার বারান্দায় একটি সাদা কাগজ দেখতে পান। চিরকুটটি দেখেই পরিবারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় রাতেই থানায় অভিযোগ জানানো হয়।
শাহ আলম জানান, শুক্রবার বিকেলে তিনি বন্ধুদের সঙ্গে কুড়িগ্রামে ইজতেমায় যাওয়ার পথে নাগেশ্বরী উপজেলায় পৌঁছালে স্ত্রী তাকে চিরকুটের বিষয়টি জানান। পরে তিনি ইজতেমায় না গিয়ে বাসায় ফিরে এসে থানায় জিডি করেন। এ ঘটনায় পরিবার নিয়ে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিজিটাল রিপোর্ট 






















