অনলাইন সংবাদ-
মানিকগঞ্জে র্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন করা হয়েছে। রোববার দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করা হয়। এরপর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. তরিকুল ইসলাস, সহকারী কমিশনার মেহেদী ইমাম, প্রেস ক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।