পাবনা সদরের মালিগাছায় এনামুল হক নামের এক বাস মালিকের কাছে মাসিক ২০ হাজার টাকা চাঁদা না পেয়ে একটি বাস পুড়িয়ে দেওয়ার অভিযোগে মালিগাছা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রানু বিশ্বাসকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা ও সদস্য সচিব মনির আহম্মেদ সাক্ষরিত দলীয় প্যাডে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত রানু বিশ্বাস মালিগাছা ইউনিয়নের রুপুপর গ্রামের রশিদ বিশ্বাসের ছেলে।
শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ইউনিয়নের শংকরপুর এলাকায় বাস পোড়ানোর ঘটনা ঘটে।
বাসটি পাবনা-ঈশ্বরদী রুটে চলাচল করত। মাঝেমধ্যে ঈশ্বরদী ইপিজেডের শ্রমিকও যাতায়াত করে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পাবনা সদর উপজেলা যুবদলের অধীনস্থ মালিগাছা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক (বর্তমানে যুবদলের কোনো পদে নাই) রানু বিশ্বাস সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় যুবদলের সব পর্যায়ের কর্মসূচিতে যোগদান থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হলো। সাবেক নেতার এহেন কর্মকাণ্ডের দায় দল বহন করবে না।
যুবদলের সব পর্যায়ে নেতাকর্মীদের অভিযুক্তের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো।
বনা জেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টি জানতে পেরে সত্যতা নিশ্চিত হয়ে তাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় কর্মকাণ্ডের বিরুদ্ধে যারা যাবে তাদের সংগঠনে স্থান দেওয়া হবে না। যুবদলের নাম ভাঙিয়ে অপকর্ম করার কোনো সুযোগ নেই।