বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, দেশের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা সাদিক কায়েম।
শনিবার (১৯ জুলাই) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশে আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব। বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার দেশে গণহত্যা চালিয়েছে।
সাঈদীর রায়-পরবর্তী সময় গণহত্যা চালিয়েছে, ২০১৩ সালে শাপলা চত্বরে, ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের হাতে খুন হয়েছে অনেকে। আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ হয়েছেন আবরার ফাহাদ। এরপর জুলাইয়ে এসে সরকার আরেক গণহত্যা চালিয়েছে।
তিনি বলেন, আজকের এই সমাবেশ থেকে আমাদের বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সার্বভৌমত্বের প্রশ্নে, দেশের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। সে লক্ষ্যে জামায়াত ৭ দফা দিয়েছে, এটি আদায় করে নিতে আরেকটি বিপ্লব করতে হবে।