ময়মনসিংহ , সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সড়ক বন্ধ করে শ্রমিকদের বিক্ষোভ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

গাজীপুরে মীম আলেমা ডিজাইন গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন বকেয়া বেতনের দাবিতে । এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে ৮টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজ সোমবার (১৭ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে বকেয়া বেতনের দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকার মীম আলেমা ডিজাইন গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে ভোগড়া এলাকায় অবস্থিত মীম আলেমা ডিজাইন গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এ ছাড়াও আশপাশের কয়েকটি কারখানায় ঢিল ছুড়ে ও ভাঙচুরের চেষ্টা করে এবং অন্যান্য কারখানার শ্রমিকদের বেরিয়ে এসে বিক্ষোভ করার আহ্বান জানায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে প্রায় ২০ মিনিট পর ওই মহাসড়কে যান চলাচল শুরু হয়।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ-সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় প্রায় ২০ মিনিট মহাসড়ক অবরোধ ছিল। এ ঘটনায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ৮টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সড়ক বন্ধ করে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় ০১:০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

গাজীপুরে মীম আলেমা ডিজাইন গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন বকেয়া বেতনের দাবিতে । এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে ৮টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজ সোমবার (১৭ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে বকেয়া বেতনের দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকার মীম আলেমা ডিজাইন গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে ভোগড়া এলাকায় অবস্থিত মীম আলেমা ডিজাইন গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এ ছাড়াও আশপাশের কয়েকটি কারখানায় ঢিল ছুড়ে ও ভাঙচুরের চেষ্টা করে এবং অন্যান্য কারখানার শ্রমিকদের বেরিয়ে এসে বিক্ষোভ করার আহ্বান জানায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে প্রায় ২০ মিনিট পর ওই মহাসড়কে যান চলাচল শুরু হয়।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ-সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় প্রায় ২০ মিনিট মহাসড়ক অবরোধ ছিল। এ ঘটনায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ৮টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।