জামায়াতে ইসলামীর ঢাকা উত্তর টিম সদস্য অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন বলেন, ফ্যাসিবাদী সরকারের প্রধান পালিয়ে গেলেও এখনো তাদের অনেক দোসর রয়েছেন। তারা বিভিন্ন সময় বাংলাদেশের সম্প্রীতি বিনষ্ট করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারই অংশ হিসেবে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন।
অধ্যক্ষ দেলোয়ার হোসাইন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলকে সজাগ থাকতে হবে। যারা চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পুড়িয়েছেন, তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। আমরা এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চাই।
সরকারের কাছে ক্ষতিগ্রস্ত এই পরিবারকে পূণর্বাসনের দাবি জানান তিনি।