পুলিশ কনস্টেবল পদে চাকরি দেয়ার কথা বলে টাকা আত্মসাতের অভিযোগে অভিলাষ মোহন দাস (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। শনিবার রাতে নেত্রকোনা মপেল থানা পুলিশ জেলা শহরের সাতপাই কালীমন্দির এলাকা থেকে তাকে আটক করে।
অভিলাষ মোহনগঞ্জ উপজেলার মাইলোড়া গ্রামের দীনেশ মোহন দাসের ছেলে।
জেলা পুলিশের মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযোগের বরাতে পুলিশ কর্মকর্তা জানান, অভিলাষ মোহন দাস দুই বছর আগে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার হিম্মতনগর গ্রামের ঠিকাদার হারুন অর রশিদের সাথে সম্পর্ক গড়ে তোলে। পরে হারুনের শ্যালককে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেয়ার কথা বলে ৬ লাখ ৫০ হাজার টাকার চুক্তি করে। চুক্তি মোতাবেক তাকে অগ্রিম বাবদ এক লাখ টাকা দেয়া হয়। বাকি টাকা চাকরি হওয়ার পরে পরিশোধ করার শর্ত রাখা হয়। কিন্তু পরে আর ওই প্রার্থীর চাকরি হয়নি।
সম্প্রতি আবার পুলিশ কনস্টেবল পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হলে অভিলাষ ফের হারুন অল রশিদকে তার সঙ্গে যোগাযোগ করতে বলে। সে অনুযায়ী শনিবার রাতে জেলা সদরের সাতপাই কালীমন্দির এলাকায় অভিলাষের সঙ্গে দেখা করেন হারুন এবং পূর্বে দেয়া এক লাখ টাকা দাবি করেন।
তখন অভিলাষ টানলবাহানা শুরু করলে হারুন আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। পরে নেত্রকোনা মডেল থানা পুলিশ গিয়ে তাকে আটক করে।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, আমরা জানতে পেরেছি অভিলাষ একজন প্রতারক। হারুন অর রশিদের অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।