তিন মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুর নগরের একটি পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলনে নেমেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁরা বিক্ষোভ শুরু করেন এবং মালিকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে ওই মহাসড়কে উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, গাজীপুর নগরের মোগরখাল এলাকার টিএনজেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে অনেক দিন ধরেই বিক্ষোভ করে আসছিলেন। আন্দোলনে মুখে কারখানাটি বন্ধ রাখা হয়। কিছুদিন আগে বেতন পরিশোধ করার আশ্বাস দিয়ে কারখানা পুনরায় খুলে দেওয়া হয়। চলতি মাসের তিন সপ্তাহ পার হলেও শ্রমিকদের বকেয়া বেতন দেওয়া হয়নি। শ্রমিকেরা আজ আবার আন্দোলনে নেমেছেন।
কারখানার শ্রমিক ফজলুল হক বলেন, চলতি মাসে তাঁদের বকেয়া বেতন পরিশোধ করার কথা ছিল। কিন্তু মাসের ২৪ তারিখ হয়ে গেলেও তিন মাসের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। বেতনের দাবিতেই আজ সকাল থেকেই তাঁরা বিক্ষোভ শুরু করেছেন। বেতন না দেওয়া হলে এই আন্দোলন চলবে।
গাজীপুর শিল্পাঞ্চলের শ্রমিকেরা ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন। ঘটনাস্থলে শিল্প পুলিশ রয়েছে। তারা শ্রমিকদের বুঝিয়ে সরানোর চেষ্টা করছে।