ময়মনসিংহ , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিশু আরাফাত মারা গেছে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কমিশন গঠন: স্বরাষ্ট্র উপদেষ্টা ঘন কুয়াশায় নাটোরে ৬ ট্রাকে সংঘর্ষ, নিহত ১ আহত ৭ ডলার বাজারে অস্থিরতা, লেনদেনের তথ্য চায় বাংলাদেশ ব্যাংক সাবেক এমপি পোটন রিমান্ডে যুবদল নেতা হত্যা মামলায় টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ,৪ বিলিয়ন পাউন্ড আত্মসাৎ চিরকুট লিখে বীর মুক্তিযোদ্ধা আত্মহত্যা করলেন দুদকের মামলা স্ত্রী-কন্যাসহ বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে ময়মনসিংহে সরকারি প্রতিষ্ঠানে চলছিল অস্ত্র-মাদক কেনাবেচা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রংপুরে হাসনাত–সারজিসের আগমনের প্রতিবাদে জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমের রংপুরে আগমনের প্রতিবাদে জাতীয় পার্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ শনিবার জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আজ দুপুর সোয়া ১২টা থেকে বেলা সোয়া ১টা পযন্ত ঘণ্টাব্যাপী রংপুরের বিভিন্ন সড়কে বিক্ষোভ সমাবেশ করেন জাতীয় পার্টিন নেতা-কর্মীরা।

আজ দুপুর সোয়া ১২টার দিকে রংপুর নগরের সেন্ট্রাল রোডের জাতীয় পার্টির কার্যালয় থেকে দলটির কো-চেয়ারম্যান ও রংপুর সিটির করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। এই মিছিলে জাতীয় পার্টির অনেক নেতা-কর্মীর হাতে লাঠি ছিল। মিছিলটি নগরের জাহাজ কোম্পানি মোড় হয়ে প্রেসক্লাব চত্বর এলাকায় যায়। সেখান থেকে পুলিশ লাইন্স স্কুল ও কলেজ মোড় দিয়ে ঘুরে পায়রা চত্বর মোড়ে এসে সোয়া ১টায় সমাবেশ করে।

সমাবেশে জাতীয় পার্টির কোচেয়ারম্যান ও সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান বলেন, ‘আমারা সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে রংপুরে অবাঞ্চিত ঘোষণা করেছিলাম। কিন্তু আজকে আশ্চর্যের বিষয় হলো, পুলিশের ছত্রচ্ছায়ায় আইজি মহোদয়ের অনুষ্ঠানে সারজিস রংপুর এসেছেন। ’

ওই বিক্ষোভ সমাবেশে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব এস এম ইয়াসির প্রমুখ বক্তব্য দেন।

আজ বেলা তিনটায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের মতবিনিময় সভার কথা ছিল। কিন্তু হাসনাত আব্দুল্লাহ আজ রংপুরে আসেননি।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের প্রতিনিধি ইমরান আহমেদ জানান, হাসনাত আবদুল্লাহর আসার কথা থাকলেও তিনি আসেননি, এসেছেন কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।

১৪ অক্টোবর জাতীয় পার্টির পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও নেতা সারজিস আলমকে অবাঞ্চিত ঘোষণা করা হয়। তাঁদের রংপুরে আসার খবরে গতকাল শুক্রবার রাতে নগরে বিক্ষোভ মিছিল বের করে জাতীয় পার্টি।

সারজিস আলম মেট্রোপলিটন পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পুলিশ লাইনস স্কুল ও কলেজ মিলনায়তনে উপস্থিত ছিলেন। এ ছাড়া বিকেল তিনটায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি সারজিস আলম।

এর আগে সকাল সাড়ে নয়টার বিমানযোগে সারজিস আলম ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে নেমে রংপুরে আসেন।

১৪ অক্টোবর রাতে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের জাতীয় পার্টির কার্যালয়ে সিটির সাবেক মেয়র মোস্তাফিজার রহমান এক সভায় তাঁদের অবাঞ্চিতের ঘোষণা দেন। জেলা ও মহানগর জাতীয় পার্টির যৌথ দলের ওই সভায় চেয়ারম্যান জি এম কাদের প্রধান অতিথি ছিলেন।

সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে সংলাপ করছেন। এর মধ্যে জাতীয় পার্টির সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। এই নিয়ে তাঁর ফেসবুকে পোস্ট দেন। সেখানে তাঁরা জাতীয় পার্টিকে স্বৈরাচার আওয়ামী সরকারের দোসর ও মেরুদণ্ডহীন ফ্যাসিস্টের দালাল হিসেবে উল্লেখ করেন। এই পোস্টের পরপর জাতীয় পার্টির নেতা–কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে

রংপুরে হাসনাত–সারজিসের আগমনের প্রতিবাদে জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় ০৪:০২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমের রংপুরে আগমনের প্রতিবাদে জাতীয় পার্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ শনিবার জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আজ দুপুর সোয়া ১২টা থেকে বেলা সোয়া ১টা পযন্ত ঘণ্টাব্যাপী রংপুরের বিভিন্ন সড়কে বিক্ষোভ সমাবেশ করেন জাতীয় পার্টিন নেতা-কর্মীরা।

আজ দুপুর সোয়া ১২টার দিকে রংপুর নগরের সেন্ট্রাল রোডের জাতীয় পার্টির কার্যালয় থেকে দলটির কো-চেয়ারম্যান ও রংপুর সিটির করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। এই মিছিলে জাতীয় পার্টির অনেক নেতা-কর্মীর হাতে লাঠি ছিল। মিছিলটি নগরের জাহাজ কোম্পানি মোড় হয়ে প্রেসক্লাব চত্বর এলাকায় যায়। সেখান থেকে পুলিশ লাইন্স স্কুল ও কলেজ মোড় দিয়ে ঘুরে পায়রা চত্বর মোড়ে এসে সোয়া ১টায় সমাবেশ করে।

সমাবেশে জাতীয় পার্টির কোচেয়ারম্যান ও সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান বলেন, ‘আমারা সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে রংপুরে অবাঞ্চিত ঘোষণা করেছিলাম। কিন্তু আজকে আশ্চর্যের বিষয় হলো, পুলিশের ছত্রচ্ছায়ায় আইজি মহোদয়ের অনুষ্ঠানে সারজিস রংপুর এসেছেন। ’

ওই বিক্ষোভ সমাবেশে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব এস এম ইয়াসির প্রমুখ বক্তব্য দেন।

আজ বেলা তিনটায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের মতবিনিময় সভার কথা ছিল। কিন্তু হাসনাত আব্দুল্লাহ আজ রংপুরে আসেননি।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের প্রতিনিধি ইমরান আহমেদ জানান, হাসনাত আবদুল্লাহর আসার কথা থাকলেও তিনি আসেননি, এসেছেন কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।

১৪ অক্টোবর জাতীয় পার্টির পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও নেতা সারজিস আলমকে অবাঞ্চিত ঘোষণা করা হয়। তাঁদের রংপুরে আসার খবরে গতকাল শুক্রবার রাতে নগরে বিক্ষোভ মিছিল বের করে জাতীয় পার্টি।

সারজিস আলম মেট্রোপলিটন পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পুলিশ লাইনস স্কুল ও কলেজ মিলনায়তনে উপস্থিত ছিলেন। এ ছাড়া বিকেল তিনটায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি সারজিস আলম।

এর আগে সকাল সাড়ে নয়টার বিমানযোগে সারজিস আলম ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে নেমে রংপুরে আসেন।

১৪ অক্টোবর রাতে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের জাতীয় পার্টির কার্যালয়ে সিটির সাবেক মেয়র মোস্তাফিজার রহমান এক সভায় তাঁদের অবাঞ্চিতের ঘোষণা দেন। জেলা ও মহানগর জাতীয় পার্টির যৌথ দলের ওই সভায় চেয়ারম্যান জি এম কাদের প্রধান অতিথি ছিলেন।

সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে সংলাপ করছেন। এর মধ্যে জাতীয় পার্টির সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। এই নিয়ে তাঁর ফেসবুকে পোস্ট দেন। সেখানে তাঁরা জাতীয় পার্টিকে স্বৈরাচার আওয়ামী সরকারের দোসর ও মেরুদণ্ডহীন ফ্যাসিস্টের দালাল হিসেবে উল্লেখ করেন। এই পোস্টের পরপর জাতীয় পার্টির নেতা–কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।