আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি ও রাজনৈতিক বিশ্লেষক সাইয়েদ জামিল। সোমবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়ন সংগ্রহের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাইয়েদ জামিল বলেন, ‘গণ-অভ্যুত্থানের গর্ভ থেকে এনসিপির জন্ম হয়েছে। ফ্যাসিস্ট শাসকের বিরুদ্ধে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে রাস্তায় নেমেছিলাম, তা এখনো পূরণ হয়নি। এক দস্যুর দল পালিয়েছে, আরেক দস্যুর দল ক্ষমতায় যেতে মরিয়া। রাজনীতির এই নষ্ট সংস্কৃতি বদলে দিতে চাই আমরা। কালো টাকা, পেশিশক্তি ও নিকৃষ্ট চরিত্রের নোংরা রাজনীতির বিরুদ্ধে লড়ব আমরা।’
জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পাংশা, কালুখালী ও বালিয়াকান্দির মানুষ আমার স্বজন। আমি দায়বদ্ধতার রাজনীতি করি, দরদের রাজনীতি করি। নির্বাচনের বাইরেও এই সম্পর্ক আমি আমৃত্যু রক্ষা করব। আমার জন্য দোয়া ও পরামর্শ চাই।’
সাইয়েদ জামিলের পৈত্রিক বাড়ি রাজবাড়ীর পাংশা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডে। তিনি পেশাজীবন শুরু করেন সাংবাদিকতা দিয়ে, পরে যুক্ত হন পর্যটন ব্যবসায়। বর্তমানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের একজন ট্রাস্টি। তার পিতা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, স্ত্রী বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ও পাংশা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ।

ডিজিটাল ডেস্ক 
























