পুলিশ নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় হাওড়ের বিল থেকে নুরুজ্জামান (৩৫) নামে এক সিএনজিচালকের গলাকাটা লা’শ উদ্ধার করেছে ।
আজ বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলার আদমপুর-দুল্লী সড়কের হাওড়ে ব্রিজের পাশে মরা বিলের পানিতে লাশটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশের সিআইডি ও পিআইবি ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। থানা পুলিশ সিএনজিসহ লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায় , খুন হওয়া সিএনজিচালক কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের পাঁচহার গ্রামের বাসিন্দা মগল চান মিয়ার ছেলে নুরুজ্জামান। লাশের গলায় ও শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়। তাকে হত্যার কারণ জানা যায়নি।নিহতের চাচা মুকুল মিয়া লাশ শনাক্ত করে বলেন, পরিবারের একমাত্র উপার্জনকারী নুরুজ্জামান। তার মৃত্যুতে অসুস্থ মা ও স্ত্রী-সন্তানের ভরণ পোষণ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে পরিবার। আমার ভাতিজার হত্যাকারীদের ফাঁসি চাই।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, মঙ্গলবার রাতে বা বুধবার ভোরের কোনো এক সময় তাকে মেরে ফেলে রাখা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।