ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্তের বিরোধিতা করে আসা সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা এক ঘণ্টা সড়ক আটকে বিক্ষোভ করেছেন। আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবি পূরণ না হলেও নিজের ‘স্বতন্ত্র কাঠামো’ বজায় রাখার দাবিতে এবার তারা আন্দোলনে নামেন।
আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে কলেজের সামনের সড়কে অবস্থান নিলে মহাখালীর আমতলী থেকে গুলশানের পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওই সড়কে তৈরি হয় যানজট।
বনানী থানার পরিরদ্শক (অপারেশসনস) এ কে এম মইনুদ্দিন বলেন, আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি, তাদেরকে সড়ক থেকে সরে যেতে অনুরোধ করা হয়।
শিক্ষার্থীরা প্রথমে সরে যেতে রাজি না হলেও ঘণ্টাখানেক পর তারা সড়ক থেকে উঠে যান। আন্দোলনে থাকা এক শিক্ষার্থী বলেন, তাদের দাবি পূরণ না হলে আগের মত কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা।
বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের’ অন্যতম সংগঠক ২০১৫-১৬ সেশনের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী জাবেদ ইকবাল বলেন, তিতুমীরের স্বতন্ত্র কাঠামো বজায়ে রাখা, তিতুমীরে এইচএসসি যুক্ত না করা এবং আসন সংখ্যা বাড়ানোর দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী এক ঘণ্টার ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন তারা। সরকার আশ্বাস দিলেও আমাদের দাবিগুলো মেনে নেয়নি বরং এখন তিতুমীরে এইচএসসি যুক্ত করার আলোচনা শোনা যাচ্ছে। তিতুমীরে কখনও এইচএসসি ছিল না, তাহলে এখন কেন এ বিষয়টি আসবে?
অবরোধ চলাকালে ট্রাফিক পুলিশের গুলশান বিভাগ এক ফেইসবুক পোস্টে জানায়, সরকারী তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে রাস্তার উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ায় গুলশান ১ থেকে আমতলী -জাহাঙ্গীর গেট/মহাখালীর দিকে এবং বিপরীত দিক থেকে আসা গাড়ি চলাচল করতে পারছিল না। সে কারণে উত্তরার দিক থেকে আসা যেসব যানবাহন আমতলী হয়ে গুলশান ১ এর দিকে যাবে, তাদের কাকলীতে বাঁয়ে মোড় নিয়ে গুলশান ২ হয়ে গুলশান ১- পুলিশ প্লাজা রুট ব্যবহার করতে বলা হয়।
আর জাহাঙ্গীর গেট/মহাখালী থেকে এসে আমতলী- গুলশান ১ এর দিকে যেতে চাইলে সোজা উত্তরে গিয়ে বনানী কবরস্থানের সামনের ইউটার্ন (ছোট যানবাহন) এবং আর্মি স্টেডিয়ামের সামনে গিয়ে ইউটার্ন করে গুলশান ২ হয়ে গন্তব্যে যেতে পরামর্শ দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়, মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে উত্তরের দিক থেকে আসা যানবাহন জাহাঙ্গীর গেট এর দিকে যাওয়া যাবে। আর একই ভাবে জাহাঙ্গীর গেট থেকে ফ্লাইওভার ব্যবহার করে উত্তরের দিকে যাওয়া যাবে।
প্রসঙ্গত: ২০১৪ সালের শেষ দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২৭৯টি সরকারি কলেজকে বিভাগীয় পর্যায়ের পুরোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার নির্দেশ দেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ধারাবাহিতায় ঢাকার ঐতিহ্যবাহী সাত সরকারি কলেজকে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়া হয়। কলেজগুলো হল ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
ক্ষমতার পালাবদলের পর শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সাত সরকারি কলেজকে অধিভুক্তি থেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। গত ডিসেম্বরে সাত কলেজের জন্য বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা প্রণয়নে চার সদস্যের বিশেষজ্ঞ কমিটি করা হয়। পরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে সাত কলেজকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ) নামে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্ত হয়।
এদিকে তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ সাত দাবিতে অনশন ও ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকা অবরোধে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ শুরু করেন শিক্ষার্থীরা। গত ৩ ফেব্রুয়ারি অনশনরত ও আন্দোলনরত শিক্ষার্থীরা মহাখালী রেলক্রসিং ও সড়ক অবরোধ করেন। কলেজের সামনের সড়ক আটকে টানা কয়েকদিন আন্দোলন করেন তারা। পরে শিক্ষা মন্ত্রাণলয়ে আলোচনায় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি ‘বাস্তবায়ন সম্ভব নয়’ বলে জানানো হয়। তবে তাদের অন্য ছয় দাবির ব্যাপারে আশ্বাস দিলে তারা কর্মসূচি থেকে সরে আসেন। এরপর বিভিন্ন সময়ে তিতুমীরকে আলাদা স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে ঘোষণার দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা।