চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানিকে কেন্দ্র করে আদালত ভবন ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা সংস্থা ও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন।
আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে মামলার প্রধান আসামি চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীসহ ২৩ জন আসামিকে আদালতে হাজির করা হতে পারে।
চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) মো. জাহিদুল হকের আদালতে এদিন মামলার অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে গত বুধবার দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার প্রথম দিনের শুনানিতে কয়েকজন আসামি নিজেদের পক্ষে আইনজীবী নিয়োগের আবেদন করেন এবং আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, আলোচিত এই হত্যা মামলাটি গত ৭ জানুয়ারি বিচারের জন্য চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।
রাষ্ট্রদ্রোহ মামলায় ২০২৪ সালের ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিক্ষোভের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। মামলার অভিযোগপত্রে নাম থাকা ৩৯ জন আসামির মধ্যে এখনো ১৬ জন পলাতক রয়েছেন।

ডিজিটাল রিপোর্ট 






















