“পাটগুদাম বালিকা উচ্চ বিদ্যালয়”এর ২০২৫ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য বিদায় ও মিলাদ মাহফিল।
অজিফা ইফতাক মিম
আজ ময়মনসিংহ নগরীর পাটগুদাম বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য বিদায় ও মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আলী,সহকারী প্রধান শিক্ষক শুক্লা রানী,সহকারী শিক্ষক জনাব শরাফ উদ্দিন,বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী জনাব দুলাল মিয়া,শিশুসনদের সভাপতি,সহকারী আরও অনেক শিক্ষক অভিভাবক বৃন্দ ও শিক্ষার্থীরা।উপস্থাপনায় ছিলেন সহকারী শিক্ষিকা সানজিদা রহমান।
প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব শরাফ উদ্দিন। তাদের নেতৃত্বে এক ভিন্নধর্মী বিদায়ের সাক্ষী হয়েছি আমরা।শিক্ষার্থীদের কল্যাণে উনারা কোরআন পাঠ ছাড়াও কোরআন খতম দিয়েছে। যা খুব একটা আজ কাল দেখা যায় না।
এটা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।
এছাড়া বিদায় অনুষ্ঠানটি দোয়া-পাঠ থেকে শুরু করে, শিক্ষার্থীদের হামনাথ পাঠ,শিক্ষক ও শিক্ষার্থীদের বক্তব্য-পাঠ ও দোয়া মাহফিল দিয়ে শেষ হয়েছে।
যা উপস্থিত সকলের মন ছোয়ে গেছে।
যদিও বিদায় সবার মনে বেদনা দিয়ে যায়।সবার হৃদয়কে কাঁদিয়ে দেয়।
বিদায় কখনো আনন্দের হয় না তারপর ও বিদায় দিতে হয়।এই প্রত্যয়েই আজ “পাটগুদাম বালিকা উচ্চ বিদ্যালয়” এ বিদায়ের ঘন্টা বেজে উঠলো।