মাটি ওমানুষ ডেস্ক-
ঈদের সপ্তাহ জুড়ে আপনার প্রতিদিনের আনন্দোৎসবের পরিকল্পনা করুন ঢাকা রিজেন্সি-র সিগনেচার এবং শহরের জনপ্রিয় গ্রান্ডিওস রেস্টুরেন্টে বুফ্যে ডিনার মাত্র ৪৯৯৯ টাকায় এবং সিলেক্টিভ বেশ কয়েকটি ব্যাংকের কার্ড-হোল্ডার, ফ্যান অফ ঢাকা রিজেন্সির গ্রুপ মেম্বার এবং দেশের বৃহত্তম লয়াল্টি প্রোগ্রাম ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব মেম্বাররা উপভোগ করুন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। ত্যাগের মহিমা নিয়ে আবারও এসেছে ঈদুল আজহা। শান্তি, সৌহার্দ্য আর আনন্দের বার্তা নিয়ে আসে এই উৎসব। ঈদের এই উৎসবকে ঘিরে থাকে নানা পরিকল্পনা। তাই ঢাকা রিজেন্সি-র ঈদুল আজহা আয়োজন সাজানো হয়েছে নানা রকমের আকর্ষণীয় অফার দিয়ে।
ঈদুল আজহার জমজমাট আয়োজন ঢাকা রিজেন্সিতে
ঈদুল আযহা মূলত মিট আইটেম নিয়ে ফোকাস থাকলেও এবছর ঢাকা রিজেন্সি সম্পূর্ণ ভিন্ন ধারনা নিয়ে অতিথিদের সামনে হাজির হচ্ছে; হোটেলটির মুল ফোকাস থাকবে এবার ফিশের এক্সক্লুসিভ সব মেন্যু নিয়ে। এই আনন্দঘন মুহূর্তকে পরিপূর্ণ রূপ দিতে শহরের সবথেকে আকর্ষণীয় এবং স্টাইলিশ রুফটপ গার্ডেন –এ অবস্থিত সুইমিংপুলে ঝকঝকে নীল আকাশের নীচে সাঁতার কাটতে পারেন মনোরম পরিবেশে। ডিসকাউন্টসহ আরও অনেক আকর্ষণীয় অফার। প্রিমিয়ার ক্লাব মেম্বাররা বিভিন্ন আউটলেটে পাচ্ছেন অফারের ক্ষেত্রে অগ্রাধিকার।